ছাত্রদলের কর্মসূচি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
খাগড়াছড়ি, প্রতিনিধি
ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে খাগড়াছড়ি সরকারি কলেজের কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করেছে ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কলেজের উপাধ্যক্ষ মো. আতিকুর রহমানের হাতে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মো. জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।