চার দোকান পুড়ে ছাই

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ শহরের বি.এ কলেজ রোডে মিনি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকরা দাবি করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শুক্রবার মধ্যরাতে ওই রোডের মিনি মার্কেটে একটি কম্পিউটার দোকানে আগন ধরে যায়। আশপাশের অন্য ৩টি দোকান পুড়ে যায়। স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর অপু কুমান মণ্ডল বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।