ধান গবেষণা ইনস্টিটিউটে চুরির ঘটনায় গ্রেপ্তার তিন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ ধান গবেষণা ইনস্টিটিউটে ১০ লক্ষাধিক টাকা চুরির মামলায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় চুরি হওয়া ৬ লাখ ৩০ হাজার টাকা ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। গত শনিবার গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানায়, গত ২ ফেব্রুয়ারি গভীর রাতে শহরতলীর ঘোনাপাড়া এলাকার ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার রুম থেকে ১০ লাখ ৮৩ হাজার টাকা চুরির ঘটনা ঘটে।
পরদিন ওই কর্মকর্তা সদর থানায় ড. রোমেল বিশ্বাস বাদী হয়ে মামলা করেন। গত ৫ ফেব্রুয়ারি ধান গবেষণা ইনস্টিটিউট থেকে সেখানকার মৌসুমী শ্রমিক নাজমুলকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া স্বীকারোক্তিতে গত শুক্রবার রাতে খাগড়াছড়ি থেকে হাবিব শেখ ও আতাউর রহমান রাজু নামে আন্তঃজেলা চোর চক্রের আরো ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
