‘কৃষকের কষ্টার্জিত অর্থ বিদেশে পাচার করেছে ফ্যাসিস্ট সরকার’

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন- গত ১৫ বছরে কৃষকদের কষ্টের উপার্জিত বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। এবার বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের প্রতিটি বাড়িকে এক-একটি খামারে রূপান্তরিত করা হবে। যাতে করে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। গত শুক্রবার সন্ধ্যায় ভালুকার বিরুনীয়া গোয়ারী ভাউয়ালিয়া বাজু উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষকদের সংগঠিত করতে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি আরো বলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষকদের ভাগ্য উন্নয়নের লক্ষে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন। যাতে বাংলার কৃষকেরা তাদের কষ্টের ন্যায্য মূল্য পায় তার জন্য কৃষকদের পণ্য ক্রয়ের ব্যবস্থা গ্রহণ করার, ফসল উৎপাদনে সেচ ব্যবস্থা নিশ্চিত করার জন্য শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি গ্রহণ, অকালে পচনশীল ফসল নষ্টের হাত থেকে রক্ষা করার জন্য হিমাগার স্থাপন করা, কৃষকদের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানের বীজ, সার প্রদান করা হবে। এ সময় তিনি আরো বলেন প্রতিটি এলাকায় কৃষকদের জন্য বীজ ব্যাংক স্থাপন করা হবে যাতে কৃষকরা স্বল্প মূল্যে বীজ ক্রয় করতে পারে। জাতীয় বাজেটে কৃষিতে ৮ ভাগ জিডিপি বরাদ্দের প্রস্তাবনার কথাও উল্লেখ করেন কৃষকদলের কেন্দ্রীয় ওই নেতা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি বাশার আকন্দ, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পদক ও সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান ডন, রিয়াজ উদ্দিন রিয়াজ, কৃষকদল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শামছুর রহমান শামস, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাজাহার, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা, ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক এনামুল আকন্দ লিটন, সদস্য সচিব নাজিম উদ্দিন। ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ প্রমুখ।