সাতক্ষীরায় যুব উৎসব
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
জেলা প্রতিনিধি
গতকাল মঙ্গলবার বেসরকারি প্রতিষ্ঠান রূপান্তরের সহযোগিতায় আস্থা যুব ফোরাম ও জেলা নাগরিক ফ্লাটফর্মের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে বেলুন উড়িয়ে ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে উৎসবের আস্থা যুব উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস। যুব উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার জাহারূল ইসলাম, যুব উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব আসাদুল্লাহ আল মাসুদসহ আরো অনেকে।