নওগাঁয় বইমেলা
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নওগাঁ প্রতিনিধি
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল শনিবার থেকে নওগাঁয় সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদের উদ্যোগে নওগাঁ কেডি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বই মেলায় উদ্বোধন করেন পুলিশ সুপার সাফিউল সারোয়ার। এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি ডিএম আব্দুল বারী, সাধারণ সম্পাদক এমএম রাসেল, উপদেষ্টা বিন আলী পিন্টু, নাইচ পারভিন, সাবেক প্রকৌশলী গুরুদাস দত্ত, সাংবাদিক কায়েস উদ্দিন। আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী বইমেলায় নাটক, আবৃতি, ভাষার গান, নৃত্য ও সাহিত্য-সাংস্কৃতি প্রতিযাগিতা অনুষ্ঠিত হবে।