আগুনে পাঁচ গরুর মৃত্যু

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

হালুয়াঘাটে গোয়াল ঘরে আগুন লেগে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার নড়াইল ইউনিয়নের পূর্ব গোপিনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে গরুর মালিক হরমুজ আলী বলেন, রাতে গোয়াল ঘরে হঠাৎ করে আগুন লেগে যায়।

পরে ডাক চিৎকারে আশপাশের প্রতিবেশী লোকজন ছুটে এসে অনেক চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয়। কিন্তু আমার গোয়াল ঘরে থাকা পাঁচটি গরু ২০ থেকে ২৫ মিনিটের আগুনে পুড়ে মারা যায়। আগুন পুরো ঘরে ছড়িয়ে পরার কারণে গরুগুলোকে বাঁচানো সম্ভব হয়নি।