দুই শতাধিক শিক্ষার্থী পেল উপকরণ

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে মরহুম মাওলানা নাসির উদ্দিন ফাউন্ডেশন। গত শুক্রবার উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুরে মাওলানা নাসির উদ্দিনের বাড়িতে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় উপকরণের অভাবে পিছিয়ে পড়ছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মরহুম মাওলানা নাসির উদ্দিন ফাউন্ডেশন এ মহৎ উদ্যোগ গ্রহণ করে সত্যিই প্রশংসনীয় কাজ করেছে।