নওফেলসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীসহ ১২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

গত শুক্রবার নগরের বাকলিয়া থানায় মামলাটি করেন মো. ইলিয়াছ নামের এক ব্যক্তি করলেও তবে তা জানা গেছে গতকাল রোববার।

মামলার উল্লেখ যোগ্য আসামিরা হলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, ১৯ নম্বর বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিজান চৌধুরী, ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল আলম মিয়া, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারুণর রশিদ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহীন আকতার রোজী।

বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, মামলার বাদী মো. ইলিয়াছ আদালতে মামলার আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে মামলাটি থানায় রেকর্ড করার নির্দেশ দেন।