দুই ইটভাটায় জরিমানা
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি
গত মঙ্গলবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার মথুরাপুর নামক এলাকার মেসার্স আরকে ব্রিক্সকে ৭০ হাজার টাকা এবং বাঙ্গাবাড়ি, জামতলী নামক এলাকার মেসার্স এমআর ব্রিক্সকে ৭০ হাজার টাকা করে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব প্রদান করেন চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুনাল্ট চাকমা। মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, দিনাজপুরের পরিদর্শক প্রভাতি রানী। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলার সহকারী পরিচালক মো. মলিন মিয়া। উক্ত অভিযানে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সার্বিক সহযোগিতা প্রদান করেন চিরিরবন্দর থানা পুলিশ।