আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় মোহাম্মদ শফিকুর রশিদ টিটু নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মোহাম্মদ শফিকুর রশিদ টিটু উত্তর দৌলতদিয়া ওমর আলী মোল্লাপাড়ার মৃত ওমর আলী মোল্লার ছেলে এবং দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গতকাল বৃহস্পতিবার ওমর আলী মোল্লাপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত বছরের ১০ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম এলাকার মো. শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম একটি মামলা করেন। গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, আসামিকে আদালতে পাঠানো হয়েছে।