মোটরসাইকেল কিনে না দেয়ায় আত্মহত্যা
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়ায় মোটরসাইকেল কিনে না দেয়ায় মো. জসিম উদ্দিন নামে মাদকাসক্ত এক যুবক আত্মহত্যা করেছে। নিহত জসিম উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের রাইল্যা মধ্যপাড়া এলাকার মো. ফিরোজ উদ্দিনের ছেলে।
গত শুক্রবার গভীর রাতে নিজ বাড়িতে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়িতে কয়দিন যাবৎ মোটরসাইকেলের জন্য চাপাচাপি করে আরছিল জসিম। মোটরসাইকেল কেনার জন্য বাবার কাছে টাকা দাবি করেন। সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো জানান, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।