তিন ডাকাত গ্রেপ্তার

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় সম্পৃক্ত তিনজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করে। এ সময় ডাকাতিকালে লুট হওয়া ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাটাখালী এলাকার মমতাজ উদ্দিন আহমদের ছেলে মো. হানিফ, ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা খন্দকার পাড়া এলাকার নুরুল আমিনের ছেলে মো. নয়ন ও কাহারিয়াঘোনা ঘাটপাড়া এলাকার কবির আহমদের ছেলে মো. ইসমাইল।