গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় ও ভিডিও প্রদদর্শন করা হয়েছে। গত রোববার সান্তাহার ইউনিয়ন পরিষদ চত্বরে এই মতবিনিময় ও ভিডিও চিত্র প্রদর্শিত করা হয়। আদমদীঘি উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারি নাজনীন আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- সান্তাহার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দিন, সাংবাদিক তোফায়েল আহমেদ, সাগর খান, জিল্লুর রহমান, শফির উদ্দিন, ইউপি সদস্য মোমেনা বেগম, ফেরদৌস রহমান, রফিকুল ইসলাম, বাবলু মিয়া প্রমুখ।