কথা বলতে বলতে ট্রেনের নিচে
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের যশোদলে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেল লাইনে হাটা অবস্থায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। নিহত আবদুল মজিদ (৪৫) জেলার নিকলী উপজেলার ভাটি বরাটিয়া গ্রামের বাসিন্দা। কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি লিটন মিয়া জানান, গতকাল সোমবার সকালে কিশোরগঞ্জ জেলা শহরের রেল স্টেশন থেকে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতী ট্রেন ছেড়ে যায়। ট্রেনটি আধা কিলোমিটার দূরে যশোদলের সিদ্ধেশ্বরী বাড়ি এলাকায় গেলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত আব্দুল মজিদ রেললাইনে হাটতে হাটতে মোবাইল ফোনে কথা বলছিলেন। ট্রেন কাছাকাছি এলে লোকজন তাকে ডাকলেও তিনি শুনতে পাননি। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।