কবর থেকে কঙ্কাল চুরি

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গোয়াডাঙ্গা গ্রামে গত রোববার রাতে এ ঘটনা ঘটেছে। জানা যায়, উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ইউপি সদস্য গোয়াডাঙ্গা গ্রামের খলিলুর রহমান প্রায় ২ মাস আগে মারা গেলে পারিবারিক গোরস্থানে কবর দেয়া হয়। গতকাল সোমবার সকালে লোকজন কবর খোড়া ও কঙ্কাল না থাকার বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ফুলপুর থানার ওসি আব্দুল হাদি জানান, বিষয়টির তদন্ত চলছে।