কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোণার পূর্বধলা সরকারি কলেজের মেধাবী কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত সোমবার কলেজ্ব অডিটোরিয়ামে মেধাবী ৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজ্বন করা হয়।

কলেজের কৃতি শিক্ষার্থীরা হলেন- রেজ্বওয়ান উল্লাহ রিয়াদ ঢাকা মেডিকেল কলেজ্ব, আরিফুজ্জামান কুমিল্লা মেডিকেল কলেজ্ব, সাইফুল ইসলাম বি বি এ ঢাকা বিশ্ববিদ্যালয়, রাব্বি মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ, মামুন মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলাম শিক্ষা বিভাগ, আবির হাসান আনন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় মিউজিক বিভাগ, আলী আসাদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারোল হক রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজ্বওয়ানা কবির। ফিনান্স ও ব্যাংকিং বিভাগের প্রভাষক বিপ্লব কুমার সরকারের উপস্থাপনায় বক্তব্য রাখেন, থানার ওসি তদন্ত মিন্টু দে, পূর্বধলা কলেজ্ব শিক্ষক পরিষদের সম্পাদক, গণিত বিভাগের প্রভাষক ইলিয়াস আহমেদ ভূঁইয়া, ইসলামি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক আবুল খায়ের মো. আবদুল জ্বলিল প্রমুখ।