চেক বিতরণ
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দিনাজ্বপুর প্রতিনিধি
দিনাজ্বপুর জেলা প্রশাসন ও বিআরটিএ দিনাজ্বপুর সার্কেলের আয়োজ্বনে দিনাজ্বপুর জেলায় বিগত দিনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের অনুকূলে বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে মঞ্জুরিকৃত ১৩টি পরিবারের মাঝে সর্বমোট ৫৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়। গত সোমবার দিনাজ্বপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক রফিকুল ইসলামের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম।