আয়কর অভিযান

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারে আয়কর আইন, ২০২৩ এর (১৯৫) ধারায় বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে স্পট আয়কর অভিযান পরিচালিত হয়েছে। এর আগে সাধারণ ব্যবসায়ী, ব্যবসায়ী নেতারা, আয়কর আইনজীবী ও সাংবাদিকদেও সঙ্গে আয়করের গুরুত্ব, রাজস্ব বৃদ্ধি, করদাতা বৃদ্ধি বিষয়ে মতবিনিময় সভা একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। কর আইন বিষয়ে ব্যবসায়ীদের অবহিত ও সচেতনতা বিষয়ে আলোচনা করেন উপ কর কমিশনার এনামুল হাছান-আল-নোমান। এ সময় আয়কর কর্মকর্তা, ব্যবসায়ী নেতারা, কর আইনজীবীসহ বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে তাৎক্ষণিক টিন ও আয়কর দাতা হিসেবে নিবন্ধন করে কর আদায় করা হয়। আরো উপস্থিত ছিলেন চৌমুহনী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের, হক শপিং মল সভাপতি হাজী মো. মাসুম প্রমুখ।