জামায়াতের পথসভা

প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

দলীয় নিবন্ধন পুর্নবহাল ও রমজান মানের সব পবিত্রতা বজায়, সু-রক্ষা ও নিত্যপণ্যের বাজার স্থিতিশিল রাখতে গতকাল শুক্রবার উপজেলা সদরে র‌্যালি ও হাসপাতাল গেটে এক পথসভা করেছেন জামায়াতের নেতাকর্মীরা। জামায়াতে ইসলাম আক্কেলপুর শাখা পবিত্র রমজান মাসের সু-রক্ষা, নিত্যপর্ণ্যর মুল্য স্থিতিশিল রাখতে প্রশসনের হস্তক্ষেপ কামানা করে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা সমহে ব্যালী ও র‌্যালি পরবর্তী হাসপাতাল গেটে উপলো জামাতের আমীর মাও. শফিউল হাসানের সভাপতিত্বে এক পথ সভা অনুষ্ঠিত হয়েছে।