ধর্ষণ মামলায় খালুর যাবজ্জীবন

প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় খালু শাহীন আলমকে (৪০) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সে কামারখন্দ উপজেলার শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের আসলাম মণ্ডলের ছেলে এবং সম্পর্কে ওই কিশোরীর খালু। গত বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন। ওই আদালতের পিপি মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, ২০১৯ সালের ২৬ ডিসেম্বর ওই কিশোরী কুষ্টিয়ার কুমারখালীতে তার খালার বাড়িতে বেড়াতে যায় । ৯ জানুয়ারি সকালে কুষ্টিয়া থেকে বাসযোগে সিরাজগঞ্জে রওনা হয় এবং খালু শাহীন আলম তাকে মুঠোফোনে সিরাজগঞ্জ হাটিকুমরুল গোলচত্বরে নামতে বলে এবং দুপুরের দিকে কিশোরী গোলচত্বরে পৌঁছলে শাহীন আলম তাকে সলঙ্গা থানার চড়িয়া শিকার উত্তরপাড়া তার ভাড়াবাড়িতে নিয়ে যায়। ওই বাড়িতে শাহীন আলম ও তার স্ত্রী বসবাস করে। ওইদিন তার স্ত্রী বাসায় ছিলো না। এ সুযোগে ওইদিন গভীর রাতে শাহীন আলম তাকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে খালু। পরদিন ভোরে খালু তাকে বাসায় রেখে পালিয়ে যায় এবং তার স্ত্রী বাড়িতে আসলে ওই কিশোরী এ ঘটনা খালাকে জানায়। এ ব্যাপারে তার বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি ধর্ষণ মামলা করেন।