পর্যটন শিল্পের বিকাশে সেমিনার
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্বপন দেব, মৌলভীবাজার

মৌলভীবাজার জেলায় পর্যটন শিল্প বিকাশে করণীয় শীর্ষক সেমিনার গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজ্বনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইসরাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার কেএম জাহাঙ্গীর হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন পর্যটন শিল্প বিকাশ ঘটাতে হলে মৌলভীবাজার জেলার সর্বস্তরের মানুষ একসঙ্গে কাজ্ব করতে হবে এবং সবার সহযোগিতার প্রয়োজ্বন রয়েছে। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন অধ্যাপক আবদুল হামিদ, ব্যবসা ও প্রশাসন বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
মূল প্রবন্ধ উপস্থাপনায় অধ্যাপক আবদুল হামিদ বলেন, প্রকৃতির অনন্য সৃষ্টি, সুশোভিত, শতরূপা ও হাজারো সৌন্দর্যে মুগ্ধতা ছড়ানো চায়ের দেশ খ্যাত মৌলভীবাজার জেলা এমনিতেই যথেষ্ট সুন্দর ও আকর্ষণীয়। গোটা বছরই দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে পর্যটকেরা ছুটে আসেন এখানকার সীমাহীন সৌন্দর্য উপভোগ করতে। বেশ কিছু পর্যটন স্পট এরই মধ্যে ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে। ওই স্পটগুলোর আশেপাশের এলাকার লোকজ্বন পর্যটন মৌসুমে নানা উপায়ে ভালোই ব্যবসা করছে। কিছু স্পটে আবার বছরের সব সময়ই ট্যুরিস্টরা যাতায়াত করেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মাধ্যমে বিভিন্ন পর্যটন স্পট দেখান মোহাম্মদ আবিদ হোসেন, সহকারী কমিশনার পর্যটন সেল। সেমিনার সঞ্চালনা করেন তানভীর হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ)।
উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম ও গীতা পাঠ করেন- রাজ্বস্ব শাখার পুলক দেব। সেমিনারে বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজ্বনৈতিক নেতা, এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং উন্নয়ন সহযোগী সংস্থা, ছাত্র প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেমিনারের মুক্ত আলোচনায় উপস্থিত অতিথিরা তাদের মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন এবং এ সব শিল্পের উন্নয়নে একত্রে কাজ্ব করার প্রত্যয় ব্যক্ত করেন।
