মাদক কারবারি আটক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

র‌্যাব-১৩, সিপিএসসি কর্তৃক রংপুর মহানগরীর তাজহাট থানাধীন ভোকরামপুর (পাঁচমাইল) এলাকা থেকে ২১০.৯৬ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে। গতকাল বৃহস্পতবিার দুপুরে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মো. সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত বুধবার দুপুরে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর আরপিএমপি তাজহাট থানাধীন ভোকরামপুর (পাঁচমাইল) এলাকায় অভিযান পরিচালনা করে আটক কারবারির মোটরসাইকেল তল্লাশি করে ২১০.৯৬ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি চাঁপাইনবাবগঞ্জ জেলার ও থানার আরামবাগ এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে নূর হোসেন ওরফে হোসেন আলীকে গ্রেপ্তার করে।