ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামে অভিযান চালিয়ে ১৫০০ ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা হলেন- ওই উপজেলার কুটিরচর মধ্যপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সেলিম রেজা ও শামসুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম। ওসি (ডিবি) একরামুল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো. ফারুক হোসেনের দিকনির্দেশনায় বৃহস্প্রতিবার সকালে উল্লেখিত গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।