টুকরো খবর
ইটভাটা মালিকদের বিক্ষোভ
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শরীয়তপুর প্রতিনিধি
ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা, ভাঙচুর ও হয়রানি বন্ধসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি শরীয়তপুর। গতকাল মঙ্গলবার শরীয়তপুর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকরে কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুতাকরী মালিক সমিতি শরীয়তপুরের সভাপতি আ. জলিল খান, সহ-সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, যুগ্ম সম্পাদক আজহার মাদরবর, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতারা। এছাড়াও ইটভাটা কর্মচারীসহ দুই সহস্রাধিক শ্রমিক সমাবেশে অংশ নেয়।