জমি নিয়ে সংঘর্ষে আহত ছয়

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ০৬ জন। গত বুধবার রায়পুর উপজেলার ৫নং চরপাতা ইউনিয়নের ৩নং ওয়ার্ড মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। আহতরা হলেন, নূর হোসেন, রাশিদা, জসিম, রাবেয়া, সোহেল ও শাহানাজ বেগম। এ ঘটনা নিয়ে উভয় পক্ষের দুটি লিখিত অভিযোগ দিয়েছেন রায়পুর থানায়।