ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে ফুটপাত অবৈধ দখলমুক্ত ও লোকজনের নিরবিচ্ছিন্ন যাতায়াতের জন্য যৌথ বাহিনীর সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

গত বুধবার দুপুরে শহরের পশ্চিম বাজার জামে মসজিদের সামনে থেকে শুরু করে সৈয়দ কুদরত উল্লাহ স্কয়ার পর্যন্ত সেনাবাহিনী ও আর্মড ব্যাটালিয়নের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এভাবে অবৈধভাবে ফুটপাত দখল করে মালামাল রাখায় কয়েকটি দোকানকে জরিমানা করা হয়। ফুটপাত দখল করে কোনো প্রকার মালামাল দোকানের সামনে না রাখার নির্দেশনা দেয়া হয়েছে।