জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার তিতাসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বলরামপুর ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল গত শুক্রবার উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক ও কবি সুমন রায়হানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা জামায়াতের আমীর মনিরুজ্জামান বাহলুল। বিশেষ অতিথি ছিলেন তিতাস উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরকার, উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা তফাজ্জল হোসাইন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোশারফ হোসেন মুন্সী, বলরামপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ক্বারী মো. আবুল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বারী প্রমুখ।
