জামায়াতের সম্মেলন

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় জেলা জামায়াতের ওয়ার্ড সভাপতি সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা জামায়াতের উদ্যোগে এ সন্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। এ সময় কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমীর খ ম আব্দুর রাকিব এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি এবং সাবেক নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. আ স ম সায়েম এর পরিচালনায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী মহানগরী জামায়াতের সাবেক আমির ও রাজশাহী অঞ্চল টিম সদস্য প্রফসর আবুল হাসেম প্রমুখ।