শ্রমিকদল নেতার ওপর হামলা

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা কর্তৃক শ্রমিকদল নেতার ওপর হামলা হয়েছে। রাতে উপজেলার মেদুয়ারী এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি মামলা হয়েছে। শ্রমিকদল নেতা হারুন অর রশিদের ভাই কামরুল ইসলাম বাদী হয়ে মেদুয়ারী গ্রামের মৃ হাসমত আলীর দুই ছেলে যুবলীগ নেতা আমান উল্লাহ, আসাদ, আমান উল্লাহর দুই ছেলে আশিক, আসিফ, মানিকের ছেলে হিমেল ও আসাদের ছেলে জাকির হোসেন সহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় মামলা করেছেন।

ভালুকা মডেল থানার ওসি শামছুল হুদা খান বলেন, এ ঘটনায় একটি মামলা রজু হয়েছে। আসামিরা পলাতক রয়েছে, পুলিশ আসামি গ্রেপ্তারের চেষ্টা করছে।