নারীপক্ষের আয়োজন

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীপক্ষ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। নারীর এগিয়ে চলা প্রকল্পের আওতায় ও ডিডিএস ফাউন্ডেশনের সহযোগিতায় অর্ধশতাধিক নারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি কাউখালী বন্দর প্রদক্ষিণ করে। নেতৃত্ব দেন কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, নারীপক্ষের কোষাধ্যক্ষ রেহানা সামদানী কনা, নারীপক্ষের প্রকল্প ব্যবস্থাপক লিপি লিলিয়ান রোজারিও। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় নারী নেতাদের পরিচালনায় অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি ইত্যাদি উপস্থাপন করা হয়।