বিশ্ব অটিজম সচেতনতা দিবস
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
জয়পুরহাট প্রতিনিধি
স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী’র সভাপতিত্বে বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সালেকুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব, জেলা মৎস্য অফিসার মাসুদ রানা, ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম, জাকস ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক নুরুল আমিন, এসো’র নির্বাহী পরিচালক মতিউর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন, সরকার অটিজমসহ প্রতিবন্ধী ব্যক্তির কল্যাণে কাজ করে যাচ্ছে।