দুর্নীতির দায়ে ইউপি সদস্য বরখাস্ত

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৫নং ধাওয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা মো: ফিরোজ হোসেন মুন্সী কে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত সোমবার এপ্রিল স্থানীয় সরকার বিভাগ ইউপি শাখা-১ থেকে একটি প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ইউপি সদস্য ফিরোজ হোসেন মুন্সীর বিরুদ্ধে সরকারি প্রকল্পের ঘর, টিউবওয়েল, ভিজিডি কার্ড, বিধবা ও বয়স্কভাতা এবং টিসিবির কার্ড প্রদানের প্রতিশ্রুতি দিয়ে গরিব অসহায় মানুষের নিকট হতে বিপুল অংকের অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যপত্রের স্মারকে ফিরোজ হোসেন মুন্সীকে কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তার জবাব আগামী ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করার জন্য নির্দেশ প্রদান করেন।