স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুষ্টিয়া প্রতিনিধি

পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ কুষ্টিয়ার মিরপুরের স্কুলছাত্র মো. আল আমিনের (১৫) লাশ প্রায় ৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। গত সোমবার দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে তলিয়ে যায় আল আমিন। খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল গত সোমবার রাত আটটার দিকে তার লাশ উদ্ধার করে। আল আমিন মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামের মো. আজিজুলের ছেলে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুর রহমান জানান, নিখোঁজ স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।