গৃহকর্মী ধর্ষণের অভিযোগে বাবা ছেলে কারাগারে
প্রকাশ : ০১ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে গৃহকর্মী ধর্ষণের শিকারে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনাটি ঘটেছে সলংগা থানার চড়িয়া কান্দিপাড়া গ্রামে। তারা হলেন- ওই গ্রামের জমসের ফকির (৬৪) ও তার ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকির (৩৫)।
সলঙ্গা থানার ওসি মোখলেছুর রহমান জানান, জমসের ফকিরের বাড়িতে কয়েক বছর ধরে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিল ওই নারী। এ সুযোগে বাবা ও ছেলে তাকে মাঝেমধ্যেই ধর্ষণ করা হয়। এতে প্রায় ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই গৃহকর্মী। এ ঘটনা গৃহকর্মী তার মাসহ প্রতিবেশীকে জানায়। স্থানীয়ভাবে বিষয়টি আপসের চেষ্টা করা হয়। এ ব্যাপারে অবশেষে তার মা বাদী হয়ে সলংগা থানায় পৃথক দুটি মামলা করেছেন। এ মামলার প্রেক্ষিতে গত মঙ্গলবার তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।