সখীপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু
প্রকাশ : ১১ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে বিষধর সাপের ছোবলে কাজলী বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কাজলী বেগম কালমেঘা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। ওই নারীর ছেলে হোসেন আলী জানান, সকালে মা পানি আনার জন্য বাড়ির উঠানের একপাশে স্থাপিত নলকূপ চাপতে যান। সেখানে আগে থেকে থাকা বিষধর সাপ তার বাঁ হাতের আঙ্গুলে কামড় দেয়। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গেই তাকে (ছেলেকে) জানান। স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছার পর জরুরি বিভাগের চিকিৎসক মনিরুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে কাজলী বেগমকে মৃত ঘোষণা করেন।