ইউপিডিএফকে নিষিদ্ধের দাবি

প্রকাশ : ১৩ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাঙামাটি প্রতিনিধি

সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ-এর বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রেও প্রতিবাদে গতকাল রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখা। রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপায় এসে মহাসমাবেশে রূপ নেয়। এতে হাজারো মানুষ অংশগ্রহণ করে। মহাসমাবেশে সভাপতিত্ব করেন পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিসিএনপি’র কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান এবং প্রধান বক্তা ছিলেন পিসিসিপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিসিএনপি’র রাঙামাটি সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পিসিসিপি জেলা সাধারণ সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক ইসমাঈল গাজী এবং লংগদু উপজেলা শাখার সভাপতি মো. সুমন।