ইয়াবাসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার

প্রকাশ : ১৪ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

যমুনা সেতু পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জড়িত স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। তারা হলেন- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাত খামার গ্রামের আজগর আলী (৫৮) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৪৫)। র‌্যাব-১২-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার বিকালের দিকে উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে ৩ হাজার ৯২০টি ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।