নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির অনুমোদন

প্রকাশ : ১৫ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

জাতীয়তাবাদী যুবদল নওগাঁ জেলা শাখার মাসুদ হায়দার টিপুকে আহ্বায়ক ও রুহুল আমিন মুক্তারকে সদস্য সচিব করে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। গত মঙ্গলবার রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ কমিটি অনুমোদন করেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে কেন্দ্রীয় দপ্তর সেল থেকে প্রকাশিত বার্তা প্রেরকসহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্যাডে উল্লেখিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম রওশন উল ইসলাম, যগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাকিম আহমেদ নিপু, রুবেল হোসেন, ময়নুল হক লিটন (দপ্তরে সংযুক্ত), কহিনুল ইসলাম মিলি ও নাসিম ইকবাল পলাশ।