নওগাঁর সাপাহারে যানজট কমাতে অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর সাপাহারে গত কয়েক বছর থেকে আম মৌসুমে তীব্র যানজটে এলাকাবাসী ও বিভিন্ন স্কুল কলেজগামী শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়তে হয়। সেই যানজট কমাতে আসন্ন আম মৌসুমকে কেন্দ্র করে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাপাহার উপজেলাবাসী।
মাইকিং করে আজ শুক্রবারের মধ্যে মেইন রাস্তা থেকে ১০ ফুট বা তার অধিক পরিমাণ জায়গা দখলমুক্ত করতে, অবৈধ স্থাপনা উচ্ছেদে চূড়ান্ত নির্দেশ প্রদান করা হয়েছে। ননির্দেশ অমান্যকারীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাপাহার বাজারে প্রবেশ করতে বিভিন্ন প্রবেশ পথ গুলো উল্লেখ্যযোগ্য থানা রোডের গাছ হাটি থেকে জিরো পয়েন্ট, তাজপুর থেকে জিরো পয়েন্ট, ডাঙ্গাপাড়া থেকে জিরো পয়েন্ট, আগ্রাদ্বিগুণ রোডের তেঁতুলতলা থেকে জিরো পয়েন্ট, গোডাউনপাড়া থেকে জিরো পয়েন্ট সহ আম মৌসুমে গুরুত্বপূর্ণ মেইন রাস্তার দুই পারের উভয় দিকের ১০ ফুট করে স্থান ফাঁকা রাখার জন্যে মাইকিং করে জানানো হয় এবং জনসচেতনতা বাড়াতে বাজারে কাউন্সিলিং ও করা হয়েছে দফায় দফায়। স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীরা অবৈধ স্থাপনার কারণে আম মৌসুমে সড়ক দিয়ে এক পাশ থেকে অপরপাশে যাওয়া মুশকিল হয়ে পড়ে। এসবঅভিযোগ তুলে দীর্ঘদিন ধরে উচ্ছেদের দাবি জানিয়ে আসছিল স্থানীয়রা। এবার প্রশাসনের কঠোর পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্থি ফিরবে বলে মনে করা হচ্ছে। আমচাষি আমান উল্লাহ বলেন- আমের মৌসুমের রাস্তায় ওপর প্রচুর পরিমাণ যানজট হয়ে থাকে। ২-৩ কিলোমিটার যানজট লেগে থাকে। এতে সময়মতো আম নিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় ন্যায্য দাম পাওয়া যায় না। যা আমচাষিসহ সবার জন্য সমস্যা। এমন উদ্যোগ সবার জন্য সুবিধা হবে।