শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

প্রকাশ : ২০ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্যোগে ৫২নং মধ্য মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম। এ সময় সমাজ সেবক নাসির উদ্দিন মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন্নেসা সুমি, কোডেকের পাথরঘাটা এলাকা ব্যাবস্থাপক মো. নজরুল ইসলাম, এরিয়া অফিসার (এনরিচ প্রকল্প) প্রশান্ত চক্রবর্তী প্রমুখ।