পদ ফিরে পেলেন দুই বিএনপি নেতা

প্রকাশ : ২০ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থগিত হওয়া পদ ফিরে পেয়েছেন জেলা বিএনপির প্রভাবশালী দুই নেতা। তারা হলেন, জেলা বিএনপির উপদেষ্টা ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ডা. এমএ মুহিত এবং সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি গোলাম সরোয়ার। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের মধ্যে বিশৃঙ্খলা ও হানাহানি সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় ওই ২ নেতার প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে অভিযুক্ত নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩ মাস পর তাদের পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এদিকে এ সংবাদে ডা. এমএ মুহিতের সমর্থকরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে গতকাল সোমবার সকালে শাহজাদপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।