চুনারুঘাটে গাঁজাসহ কারবারি আটক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কাশবন এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ মন্তুস সাঁওতাল (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি চুনারুঘাট উপজেলার চানপুর এলাকার পিয়ন্ত সাঁওতালের ছেলে। গতকাল মঙ্গলবার র্যাব-৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল চুনারুঘাটের পাইকপাড়া ইউনিয়নের কাশবন এলাকায় অভিযান চালায়। এ সময় ২০ কেজি গাঁজাসহ মন্তুস সাঁওতালকে হাতেনাতে আটক করা হয়।