পুঠিয়ায় কলা ব্যবসায়ীর লাশ উদ্ধার
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহীর পুঠিয়ার বারইপাড়া থেকে জমসেদ আলী (৫২) নামের এক কলা ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ভোরে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বারইপাড়া এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে জমসেদ আলীর স্ত্রী ফেরদৌসী বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন। মৃত জমসেদ আলী পুঠিয়া উপজেলার শিবপুর হাট রঘুরামপুর গ্রামের মুরসাদ আলীর ছেলে বলে জানা গেছে।