নারায়ণগঞ্জে পলিথিন শপিং ব্যাগ বন্ধে অভিযান
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকার সাহারীয়ার স্টোর থেকে ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বায়জিদ স্টোর থেকে ১২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। শাওন স্টোর থেকে ৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রোববার পরিবেশ অধিদপ্তর, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংযের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টিম সিদ্ধিরগঞ্জে এ অভিযান পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।