বিদ্যুৎস্পর্শে অটোরিকশাচালক নিহত

প্রকাশ : ২৭ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শাহজাহান সাজু, (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের ইটনায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক অটোরিকশাচালক যুবক নিহত হয়েছেন।

গতকাল সোমবার সকালে উপজেলার মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত তোফায়েল মিয়া (১৮) প্রজারকান্দা গ্রামের নিয়াজ উদ্দিনের ছেলে।

মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দারুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকালে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে যান তোফায়েল মিয়া। এসময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।