কুষ্টিয়ায় সাপের কামড়ে কৃষকসহ দুইজনের মৃত্যু

প্রকাশ : ২৯ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী ও দৌলতপুরে বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামড়ে কৃষকসহ দুজনের মৃত্যু হয়েছে। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলেও এন্টিভেনম দেওয়ার সময় পাননি চিকিৎসকরা। নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের গরবপাড়া এলাকার মৃত নাহারুল ইসলামের ছেলে কালু হালসানা (৩৫) ও কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের কৃষক কামরুজ্জামান প্রমানিক (৫০)। কুমারখালীতে কৃষিকাজ করার সময় রাসেল ভাইপার সাপের কামড়ে কামরুজ্জামান প্রামানিক নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কামরুজ্জামানের ভাতিজা সোলাইমান জানান, তার চাচা চরের মাঠে কলাবাগান পরিষ্কার করছিলেন। এ সময় রাসেল ভাইপার কামড় দেয়। পরে কামরুজ্জামান সাপটিকে মেরে ফেলেন। পরে চিকিৎসার সুবিধার্থে সাপসহ তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় ৩০ মিনিট পর তার মৃত্যু হয়।