সলংগায় এক কৃষকের চার গরু চুরি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের সলংগা থানা এলাকার কালিপুর গ্রামের কৃষক রমজান আলীর গোহাল ঘর থেকে চারটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। গত মঙ্গলবার রাতে চোরেরা তার গোহাল ঘরের তালা ভেঙে চারটি ষাঁড় নিয়ে গেছে। চুরি যাওয়া চারটি গরুর আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে দাবি করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ এরইমধ্যে এ ঘটনা তদন্তে মাঠে নেমেছে। এদিকে কয়েক সপ্তাহ ধরে রায়গঞ্জ ও সলংগা এলাকার কৃষকের গরু চুরির ঘটনা ঘটছে।