ঠাকুরগাঁওয়ে গুমবিরোধী মানববন্ধন
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি
দীর্ঘদিন ধরে গুমের শিকার ব্যক্তিদের সন্ধান ও ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ঠাকুরগাঁও চৌরাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে মানবাধিকার সংস্থা ‘অধিকার’। জেলা সমন্বয়ক নূর আফতাব রুপমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মানবাধিকার কর্মী মাসুদ সুবর্ণ, ফজলে এলাহী বুলবুলসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ। বক্তারা অভিযোগ করেন, গত ১৭ বছরে নানা সময়ে গুমের শিকার হয়ে অনেক পরিবার স্বজনহারা হয়েছে। কেউ হারিয়েছেন ভাই, কেউ বাবা কিংবা সন্তান। বক্তারা আরও বলেন, আয়নাঘরসহ বিভিন্ন উপায়ে এই গুমের ঘটনা সংঘটিত হয়েছে, যা রাষ্ট্রীয়ভাবে পরিকল্পিত বলেই ধারণা করা হচ্ছে। তারা অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে গুম হওয়া ব্যক্তিদের দ্রুত সন্ধান ও দায়ীদের দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানান। মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।