সাতক্ষীরার দেবহাটা উপজেলার নাঙলা এলাকায় নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধীন নবনির্মিত ছুটিপুর বিওপি (বর্ডার আউট পোস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে উৎসবমুখর পরিবেশে। গতকাল রোববার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিওপি’র উদ্বোধন করেন বিএ-৪৫৫২ ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কবীর, পিএসসি, রিজিয়ন কমান্ডার, যশোর রিজিয়ন সদর দপ্তর। তিনি বিওপি’র উদ্বোধনের পাশাপাশি এর বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: বিএ-৬৩৬০ লে. কর্নেল আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি, আর্টিলারী, ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার, খুলনা। বিএ-৫৮৯০ লে. কর্নেল মিজানুর রহমান সিকদার, বিএসপি, পিএসসি, পরিচালক (অপারেশন), রিজিয়ন সদর দপ্তর, যশোর।
বিএ-৬৯০৮ লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজীব, পিএসসি, সিগন্যালস্, অধিনায়ক, নীলডুমুর ব্যাটালিয়ন। বিএ-৬১৪২ মেজর আমিনুর রহমান, জি+, আর্টিলারী, ভারপ্রাপ্ত গ্রুপ কমান্ডার, এফআইজি, যশোর। পি নং-২১২২ লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ আব্দুর রউফ (ট্যাজ), বিসিজিএম, পিসিজিএম, বিএন, অধিনায়ক, রিভারাইন বর্ডার গার্ড কোম্পানি। বিএসএস-১০২৪৮৩ মেজর সুস্মিত শোভন দাস, এএমসি, মেডিকেল অফিসার, নীলডুমুর ব্যাটালিয়ন।
এছাড়া নীলডুমুর ব্যাটালিয়নের বিভিন্ন পদমর্যাদার সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিওপি উদ্বোধনের পর প্রধান অতিথি স্থানীয় দরিদ্র ও অসহায় রোগীদের জন্য পরিচালিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং দুস্থদের মধ্যে খাদ্য সহায়তা কর্মসূচির পরিদর্শন করেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সীমান্ত নিরাপত্তা ও জনকল্যাণে বিজিবির অব্যাহত ভূমিকা তুলে ধরেন।